Image result for deepika new movie

মুম্বই: শুধুই ছবির প্রোমোশন নয়, সমাজের নজর বদলাতে এবার পথে নামলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ! ‘ছপ্পক’-এর সাজে দীপিকা ঘুরলেন মুম্বইয়ের রাস্তায়, শপিং মলে, দোকানে দোকানে ! উদ্দেশ্য ছিল, অ্যাসিড পোড়া মুখ দেখে সাধারণ মানুষ ঠিক কী প্রতিক্রিয়া দিচ্ছেন, সেটা জানাই ৷ আর সে ব্যাপারে ১০০ শতাংশ পাসও করলেন দীপিকা ৷

মেকআপ ভ্যান থেকে বের হলেন দীপিকা ৷ মুখে অ্যাসিড পোড়া মেকআপ ৷ আর সঙ্গে বাস্তবের অ্যাসিড আক্রান্ত মানুষেরা ৷ দীপিকা নামলেন পথে ৷ সোজা ঢুকে গেলেন শপিং মলে, মোবাইল দোকানে ৷ দীপিকার ওরকম রূপ দেখে চিনেত পারেননি কেউ ! তবে অ্যাসিড পোড়া মুখ দেখে কেউ কেউ কাছেই ঘেঁষলেন না ৷ কেউ কেউ আবার বাঁকা চোখে তাকালেন !

ভিডিও-র শেষে দীপিকা বলে উঠলেন, ‘নজর বদলানো খুব জরুরি ! সমাজ এতেই বদলাবে !



Image result for dating sites